নারীর স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ কর্মসূচি

Self Reliant E-Training (SET) Programme for Women

সেপ্টেম্বর ২০২০ থেকে সেন্টার ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ (সি পি ডি আর) এর নিজস্ব অর্থায়নে এবং Looptech Company Limited এর কারিগরি সহায়তায় ৭ টি সেশন সম্পূর্ণ করার পর গত ৫ এপ্রিল ২০২১ থেকে ২০টি ট্রেডে সম্পূর্ণ সরকারী অনুদানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নারীর স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ কর্মসূচীটি পরিচালনা হচ্ছে। প্রতি মাসের ১০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনলাইন এ আবেদন গ্রহন করা হয় এবং পরবর্তি মাসের ৫ তারিখ থেকে নিয়মিত ২০টি ট্রেডে পরবর্তি সেশন এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ।

প্রশিক্ষণটি নেওয়ার ফলে আপনারা নতুন বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন করতে পারবেন যা আপনাদের কর্মক্ষেত্রে অথবা শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আমাদের এখানে কোর্স করে অনেকেই নিজেদের অনলাইন ব্যাবসা সফলভাবে শুরু করতে পেরেছেন। আমরা চেষ্টা করি আমাদের প্রশিক্ষণার্থীদের যথোপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে যা দিয়ে আপনি নিজের আয় নিজেই করতে পারবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অবশ্যই ফেসবুক একাউন্ট থাকতে হবে। প্রতিটি ট্রেডের প্রশিক্ষণ ১ মাস ব্যাপী চলবে। আমাদের এই প্রশিক্ষণে মোট ২০ টি ক্লাস এবং প্রতিটি ক্লাস ১ ঘণ্টা করে হবে। ক্লাসগুলো ফেসবুকের ক্লোজ গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হবে। প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ১০০ জন অংশ নিতে পারবেন। অগ্রাধিকার এবং কিছু নির্ণায়ক এর মাধ্যমে বাছাই করা হবে।